আজ শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে মদ ও গাঁজাসহ ২ কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া : | প্রকাশের সময় : শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ ০৯:৫৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী পৃথক অভিযান চালিয়ে ২ মাদক বিক্রেতাসহ গ্রেপ্তার করেছে।

 

এসময় তাদের কাছ থেকে ৩২০ লিটার চোলাই মদ, ৩ কেহি ৪শ গ্রাম গাঁজা ও ৭টি ছোট চাকু উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার সময় লোহাগাড়ার উত্তর কলাউজান রাবার ড্যাম ও আমিরাবাদ হাছির পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- উত্তর কলাউজান বিমল দাশের ছেলে টিসু দাশ (৪৮) ও আমিরাবাদ হাছির পাড়া গ্রামের নুরুল কবিরের ছেলে দুলু মিয়া।

 

জানা যায়, লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক পৃথক এ অভিযান পরিচালনা করেন। পরে গ্রেপ্তারকৃতদের উদ্ধারকৃত মালামালসহ থানায় হস্তান্তর করেন।

 

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই শরীফ মো. ইকরামুল হক বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় চোলাই মদ, গাঁজা ও চাকু উদ্ধার করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের আইনে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।