আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় যাত্রিবাহী বাসে ২৫০০ পিস ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় যাত্রিবাহী বাসে ছদ্ধবেশে ইয়াবা পাচারকালে ২ যুবককে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রিবাাহী বাসে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ পশ্চিম সাগরী পাড়া নয়া বাজার এলাকার মৃত অংলা মারমার ছেলে আব্দুর রহিম (২৭) ও হ্নীলা ফুলের ডেইল এলাকার মৃত মকবুল আহমদ এর ছেলে মো. এমরান (২১)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে আটককে করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে একইদিন আদালতে সোপর্দ করা হয়েছে।