আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া : | প্রকাশের সময় : শনিবার ১৬ নভেম্বর ২০২৪ ০৮:৩৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক মামলায় ইউপি সদস্য মো. জিয়াবুল হোসেন (৪০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লোহাগাড়ার আমিরাবাদ নিয়াজ পণ্ডিত পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট লোহাগাড়ার আমিরাবাদ রাজঘাটা থেকে বটতলি স্টেশনে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ১৬৮ জনকে আসামি করে থানায় মামলা করেন মোহাম্মদ শাহজাহান নামের এক যুবক। গ্রেফতার হওয়া মো. জিয়াবুল হোসেন ওই মামলার ৮২নং আসামি। এছাড়া তিনি উপজেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার আব্দুল মোমেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য জিয়াবুল হোসেনকে গ্রেফতার করা হয়। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও  ককটেল বিস্ফোরক ঘটনার মামলার এজেহার নামীয় আসামি। রবিরার সকালে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।