আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় ফের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

জাহেদুল ইসলাম, লোহাগাড়া | প্রকাশের সময় : বুধবার ২৩ মার্চ ২০২২ ১২:১৩:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম
 
 
লোহাগাড়া উপজেলার লোহার দিঘীপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রিবাহী ও পিকিনকের বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। 
 
মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই দুর্ঘটনায় কবলিত বাস দুটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আটকে যায়। যার ফলে প্রায় ঘন্টা খানেক যানজট সৃষ্টি হয়। 
 
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছেন।তাৎক্ষণিক আহতদের পরিচয় সনাক্ত হয়নি।
 
ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ, দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
স্থানীয়রা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লবণববাহী ট্রাকের পানির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে। যার ফলে হতাহতের ঘটনা ঘটে।
 
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, লোহার দিঘীর পাড়ে মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় কবলিত বাস দুটি উদ্ধার করে যানজট নিরসন করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।