আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় পাহাড় কাটার দায়ে ২ জনকে জরিমানা, এস্কেভেটর জব্দ

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ জানুয়ারী ২০২২ ০৪:০৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 লোহাগাড়ায় পাহাড় কাটার দায়ে জনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত সময় পাহাড় কাটায় ব্যবহৃত এস্কেভেটর জব্দ করা হয়েছে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার বড়হাতিয়া হোসেন নগর এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা পাহাড় কাটার দায়ে জরিমানা আদায়কৃতরা হলেন- সাতাকানিয়ার সোনাকানিয়া রঙ্গীপাড়া এলাকার সোলতান আজমদের ছেলে জসিম উদ্দিন (৩৫) বাঁশখালীর বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে মো. শাহজাহান (২৪) লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, বড়হাতিয়ায় পাহাড় কাটার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে জনকে হাতেনাতে আটক করা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পাহাড় কাটায় ব্যবহৃত লুকিয়ে রাখা ১টি এস্কেভেটর জব্দ করা হয়েছে অভিযান অব্যাহত থাকবে বলেও জানাান তিনি এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার এসআই মো. মোজাম্মেল হক, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, অফিস সহকারী নয়ন দাশ প্রমূখ