চট্টগ্রামের লোহাগাড়ার পুকুরের পানিতে ডুবে রাজশ্রী সুশীল নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শাহজাহান চৌধরী পারভেজ।
গতকাল রবিবার দুপুর ২টার দিকে উপজেলার আধুনগর শীল পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত শিশু রাজশ্রী সুশীল ওই গ্রামের পলাশ সুশীলের মেয়ে।
নিহতের পিতা পলাশ সুশীল বলেন, পরিবারের সকলের অগোচরে শিশুটি খেলাচ্ছলে বসতঘরের পার্শ্বে পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন স্বজনরা। কোথাও না পেয়ে পুকুরে ভাসমান অবস্থায় রাজশ্রীকে দেখতে পান। পরে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।