আজ শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

লোহাগাড়ায় নির্বাচনের আচরণবিধি লঙ্গন করায় জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : রবিবার ১৯ ডিসেম্বর ২০২১ ১০:০৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ার চুনতি ও পদুয়ায় নির্বাচনের আচরণবিধি লঙ্গন করায় ৬ মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

১৯ ডিসেম্বর সকাল থেকে ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন নির্বাচনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, পদুয়া ও চুনতিতে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা আচরণ বিধি ভঙ্গের দায়ে ৬ টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যয়ে এলাকার সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট প্রদানের কথা হয়েছে। আচরণ বিধি প্রতিপালনে প্রার্থী ও সমর্থকদের সতর্ক করে দেওয়া হয়। বিভিন্ন দেওয়াল, গাছ, অটোরিক্সা, মোটরসাইকেল, জিপ গাড়ি ও স্থাপনার গায়ে লাগানো পোস্টার অপসারণ করা হয়। কেউ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করলে  কঠোর অবস্থানে যাবে প্রশাসন।  

 

এসময় লোহাগাড়া থানার এসআই রহুল আমিন, ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, অফিস সহকারী মো. ইব্রাহিম উপস্থিত ছিলেন।