আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় দোকান পুঁড়ে ছাই, ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ০৪:২৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

=চট্টগ্রামের লোহাগাড়ার মজিদার পাড়া এলাকায় দোকান পুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। সে ওই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে ক্ষতিগ্রস্থ দোকানদার প্রবাস ফেরত দলিলুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর রাতে লোহাগাড়ার মজিদার পাড়া ডুবাই নুরুল ইসলামের বাড়ির পূর্ব পাশে এ ঘটনাটি ঘটে। স্থানীয় ইউপি সদস্য আবদুল ছবুর বিষয়টি নিশ্চিত কওে বলেন, এটি পরিকল্পিত একটি ঘটনা। সুষ্ঠু তদন্ত করলে বেরিয়ে আসবে ঘটনার মূল রহস্য।

অভিযোগ সুত্রে ও স্থানীয়রা জানান, প্রতিদিনে মতো প্রবাস ফেরত দলিলুর রহমান ঘটনারদির রাত দেড় টার দিকে দোকান বন্ধ করে চলে যায়। ভোর রাত সাড়ে ৪টার সময় কে বা কাহারা দোকানের চারপাশে অকটেন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় । এতে মুহুর্তের মধ্যেই পুঁড়ে যায় টিন সিটের দোকান ঘর। স্থানীয়রা এগিয়ে এসে আশ পাশের বাড়িকে আগুন তেকে রক্ষা করেন। তবে দোকানে থাকা মুদির মালামাল, ১ বস্তা ময়দা, ২টি গ্যাস ভর্তি সিলেন্ডার, ২টি গ্যাসের চুলা, ১টি ফ্রিজ ও চেয়ার টেবিলসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন।

ক্ষতিগ্রস্থ দলিলুর রহমান বলেন, আমার স্বপ্ন শেষ। করোনাকালে ডুবাই থেকে ফেরত এসে দোকানটি ভায় নিয়ে মা হারা সন্তানদের নিয়ে দিনাতিপাত করছিলাম। মুহুর্তের মধেই দোকানটি পুঁড়ে যায়।

স্থানীয় শহিদ বলেন, আমরা বাড়িতে ঘুমাচ্ছিলাম। ভোর রাতে আশপাশের লোকজনের চিৎকার শুনে বাড়ি থেকের বের হয়ে দেখি প্রবাস ফেরত দলিলুর রহমানে দোকানঘরটি পুঁড়ে ছাই হয়ে যায়। দোকার ঘরের পাশেই অকটেনের গন্ধযুক্ত বোতল ও মানুষ চলাচলেরর চিহ্ন রয়েছে। এটি একটি পরিকল্পিত ঘটনা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উম্মোচন হবে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন, দোকান পুঁড়ে যাওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওযার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।