আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় দলিল লেখকের সহকারীকে মারধর, থানায় অভিযোগ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ৪ অগাস্ট ২০২৩ ০৮:২৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় আধুনগর সাব রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির দলিলে হাত নকশা না দেওয়ায় প্রতিবাদ করলে দলিল লিখকের সহকারী আবদুল মোমেন রোজেলকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

 

এ ঘটনায় গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে আহত রোজেল বাদী হয়ে আধুনগর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লিখক আবু তাহের (প্রকাশ তাহের মুন্সী)সহ ৪ জনকে বিবাদী করে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগে প্রকাশ, লোহাগাড়ার আধুনগর হাতিয়ারকুল এলাকার ফালগুনী আকতার সুমি ও হাসনা হেনা কেয়া জমি রেজিস্ট্রি করতে আধুনগর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আবু তাহের প্রকাশ তাহের মুন্সীর কাছে যান। তাহের মুন্সী দলিল তৈরি করেন। দলিল দাতার পক্ষের প্রতিনিধি হিসেবে হাত নকশা অংকনের কথা বলিলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়। পরে বিবাদীরা  অফিসে ডেকে নিয়ে মারধর করেন। বিবাদীগন তাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে।

 

আহত আবদুল মোমেন রোজেল বলেন, গত বৃহস্পতিবার দুপুরে বিবাদীগণ তাদের অফিসে ডেকে নিয়ে গিয়ে অতর্কিতভাবে আমাকে মারধর করে। সেখান থেকে স্থানীরা উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে আসি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

 

অভিযুক্ত আবু তাহের প্রকাশ তাহের মুন্সী জানান, আমাদের মধ্যে ভূল বোঝাবুঝি হয়েছে, মারধরের ঘটনা হয়নি। প্রয়োজনে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব।

 

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, আবদুল মোমেল রোজেলকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।