আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : রবিবার ১২ ডিসেম্বর ২০২১ ০৩:১২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

"ডিজিটাল বাংলাদেশ অর্জন, উপকৃত সকল জনগন" এই স্লোগানে লোহাগাড়ায় যথাযোগ্য মর্যাদায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় ডিজিটাল বাংলদেশ উপলক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেল নির্ববাহী অফিসার মো. আহসান হাবিব জিতু, কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মাহবুব আলম শাওন ভুঁইয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মু. ফজলুল হক প্রমূখ।

এছাড়া জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।