লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩০ লিটার চোলাই মদ ও ১৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গত ২২ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পদুয়া জলদাশ পাড়া ও চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকককৃতরা হলেন- চোলাই মদসহ সাতকানিয়া ধর্মপুর জলদাশ পাড়া এলাকার নিলু কান্তি জলদাশের ছেলে শিশু জলদাশ(৫০) ও ইয়াবাসহ কক্সবাজারের কুতুপালং লম্বাশিয়া এলাকার নুর মোহাম্মদের ছেলে মো: নুর হায়ের (২১)।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুল ইসলমের নেতৃত্বে এসআই গোলাম কিবরিয়া ও এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক পৃথক এ অভিযান পরিচালনা করেন।
লোহাগাড়া থানার ওসি মো. গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের দুটি টিম পৃথক অভিযান চালিয়ে ২ মাদক পাচারকারীকে আটক করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।