আজ শুক্রবার ৩ জানুয়ারী ২০২৫, ২০শে পৌষ ১৪৩১

লোহাগাড়ায় খোলা জায়গায় গ্যাস বিক্রি বন্ধ করে দিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া : | প্রকাশের সময় : সোমবার ২২ জানুয়ারী ২০২৪ ১০:৪২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তিন স্পটে কাভার্ডভ্যান করে খোলা জায়গায় অবৈধভাবে গ্যাস বিক্রি করা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন

 

রবিবার (২২জানুয়ারি) দিন ব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল অভিযান পরিচালা করে এ অবৈধ গ্যাস বিক্রি বন্ধের নির্দেশ দেন।

 

তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশানায় মৌখিক ভাবে অবৈধভাবে খোলা জায়গায় কাভার্ডভ্যান থেকে সরাসরি সিএনজি অটোরিকশাতে ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস বিক্রির দায়ে তিনটি স্পটে গ্যাস বিক্রি বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। রবিবার বিকেলে সরজমিন পরিদর্শন করে ৩ স্পটের গ্যাস বিক্রি বন্ধ ও লাইসেন্স ব্যতীত কেউ অবৈধ ফিলিং স্টেশন স্থাপন করে খোলা জায়গায় গ্যাস বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। যারা অবৈধ ভাবে গ্যাস বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।