আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

লোহাগাড়া ইয়াবাসহ টেনাফের মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ ডিসেম্বর ২০২১ ০৩:৩৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাহাব মিয়া (২৬) নামের এক যুবককে আটক করেছেন থানা পুলিশ। সে কক্সবাজারের টেকনাফ হ্নীলা নাটমুড়া পাড়া এলাকার মৃত বদিউল আলমের ছেলে।

 

আটককৃতে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে। 

 

গত ১ ডিসেম্বের রাতে লোহাগাড়ার চুনতি ইউপিস্থ চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহি বাসে যাত্রি সাহাব মিয়ার দেহে তল্লাশী চালিয়ে  ইয়াবাসহ তাকে আটক করা হয়।

 

লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

 

লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ২ হাজার ১শ পিস ইয়াবাসহ মাদক কারবারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।