আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় ৭০ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারী গ্রেপ্তার

জাহেদুল ইসলাম, লোহাগাড়া: | প্রকাশের সময় : বুধবার ৩০ অগাস্ট ২০২৩ ০৮:৩৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশের একটি টিম। যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা।

 

বুধবার (৩০ আগস্ট) দুপুর ৩টায় উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর শিবচর পৌরসভা এলাকার গুয়াতলা এলাকার আবদুর রজ্জাকের ছেলে টিটু মিয়া(৪১) ও মৃত আশরাফ খানের ছেলে আরজু খান (৩৫)।

 

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই শরীফুল ইসলামে পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযানা পরিচালনা করেন।

 

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চট্টগ্রাম মূখি মাইক্রো বাসে গ্যাস সিলিন্ডারে বিশেষ কায়দায় লুকায়িত ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় পাচার কাজে জড়িত থাকায় দুইজনকে গ্রেপ্তার ও মাইক্রোবাসটি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে।