লোহাগাড়ার নয় ইউনিয়নে সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ছন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল এর পক্ষ থেকে তৃতীয় ধাপে ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে।
এসব ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে নিজস্ব তহবিল থেকে ধারাবাহিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। তারই ধারাবাহিকতায়
মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে তারউ ধারাবাহিকতায় উপজেলা মডেল মসজিদের সামনে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল হক চৌধুরী বাবুল। পরবির্ততে ট্রাকে করে দফায় দফায় ক্ষতিগ্রস্থ পরিবারে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রীর প্যাকেট পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. নাছির উদ্দিন মেম্বার। উপজেলার ৯টি ইউনিয়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুলের পক্ষে এসব ত্রান সহায়তা বিতরণ করেন যুবলীগ নেতা ইনজামামুল হক চৌধুরী যুবরাজ।
লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন, সমপ্রতি লোহাগাড়ায় ভয়াবহ বন্যায় লোহাগাড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার শুরু থেকে ক্ষতিগ্রস্থ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছি। ক্ষতিগ্রস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খোঁ খবর নিয়ে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন ও সরকারের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও ২ বান টিন ও নগদ ৬ হাজার পাকা করে প্রদান করা হয়েছ। আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।