আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

লালখান বাজারে সংখ্যালঘুর নাম ভাঙ্গিয়ে মুক্তিযুদ্ধার জমি দখলের পায়তারার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ জানুয়ারী ২০২২ ১২:১৮:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

 

মাদকাসক্ত ভূমিদস্যুরা সংখ্যালঘুর নাম ভাঙ্গিয়ে মিথ্যা প্রচারনা ও প্রোপাগন্ডার মাধ্যমে দীর্ঘদিন যাবত মুক্তিযুদ্ধা মোঃজাকির হোসেন চৌধুরীর জমি দখলের পায়তারার অভিযোগ। আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মুক্তিযুদ্ধা মোঃজাকির হোসেন চৌধুরী। তিনি অভিযোগ করেন, ১৪ নং ওয়ার্ড নালখান বাজার , ৪৯ চানমারী রোড এর পাশে আমার স্ত্রী মমতাজ চৌধুরীর স্বত্ব দখলীয় এবং রেকর্ডিয় বি . এস ৩০৩ দাগের জমির উপর ০৩ টি সেমিপাকা দোকান সংস্কার ও পুন : নির্মাণ করি । আমি মাসিক চুক্তির ভিত্তিতে মোঃ জালাল , মোঃ জামাল ও কালাচান্দ সূত্রধরকে মাসিক ভাড়ায় প্রদান করি । দোকানের পিছনে ৩০৫ দাগের মাদকাসক্ত ও ভূমিদস্যু রড্রিকস পরিবারের সন্ত্রাসী সদস্য সদস্যারা ডেরেল রড্রিকস , ডমনিক রড্রিকস , ডুরিন রড্রিকস ও হেলেনা রড্রিকস এ্যানি ও তাহাদের অন্যান্য সদস্যারা কিশোর গ্যাং এর কিছু সদস্য বিগত ৩রা জানুয়ারি ২০২২ ইং তারিখে প্রকাশ্যে দিবালোকে সকাল ৯.৩০ ঘটিকায় সাবল , লোহার রড , হাতুড়ি , দা – বটি দিয়ে আমার ০৩ টি দোকানের ০৬ টি তালা ভেঙ্গে ফেলে এবং নতুন ০৬ টি তালা লাগিয়ে দেয় । ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় । পুলিশ আসামী ডেরেল রড্রিকস , ডমনিক রড্রিকস , ডুরিন রড্রিকস ও হেলেনা রড্রিকস এ্যানি কে গ্রেফতার করে থানায় নিয়ে যায় । আসামী ডুরিন রড্রিকসকে রহস্যজনক ভাবে ছেড়ে দেওয়া হয় । আমি থানায় সকাল ১১.০০ ঘটিকা হইতে রাত ৯.০০ ঘটিকা পর্যন্ত সুনির্দিষ্ট ধারায় মামলা এজাহার করার জন্য অপেক্ষা ও অনুরোধ করি । অপেক্ষা ও অনুরোধের পরেও পুলিশ মামলা গ্রহণ না করে একটি অভিযোগ গ্রহণ করে । বৃহস্যজনক ভাবে ১৫১ ধারায় ডেরেল রড্রিকস , ডমনিক রড্রিকস , হেলেনা রড্রিকস এ্যানি কে আদালতে প্রেরন করে । সন্ত্রাসী , মাদকাসক্ত ভূমিদস্যু রড্রিকস পরিবারের সদস্য / সদস্যারা দীর্ঘদিন যাবত আমার জমি / দোকান দখল করার জন্য চকান্ত করে আসছে । এমনকি তারা জমি সংক্রান্ত মিছ মামলা ৫৮৩/২০২০ ( খুলশী ) দাখিল করে এবং ১৫ / ০৯ / ২০২১ ইং তারিখে আমার স্ত্রীর নামীয় জমি বি . এস ৩০৩ দাগ এং তাহাদের নামীয় জমি বি . এস ৩০৫ দাগ আলাদা আলাদা চিহ্নিত করে রায় প্রদান করে । এই মাদকাসক্ত সন্ত্রাসী পরিবারের সদস্য ডেরেল রড্রিকস আমার জমির কাগজপত্র জাল বলিয়া আদালতে সি আর মামলা নং ২০০৬/২০২০ দাখিল করে । আদালত পি . বি . আই কে তদন্ত দিলে পি . বি . আই তদন্তে সত্যতা পাওয়া যায়নি বলে জানান। মুক্তিযোদ্ধাদের পৃষ্টপোষক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী , মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রী , আইজিপি, র্যাবের মহাপরিচালক , র্যাব -৭ , পুলিশ কমিশনার চট্টগ্রাম বরাবরে লিখিত আবেদন করেছি । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ( অব ) সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আমিন , বাংলাদেশ বিমান বাহিনীর ( অবঃ ) কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হারুন আল রশিদ চৌধুরী , বাংলাদেশ সেনাবাহিনীর ( অক ) সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল শুক্কুর প্রমুখ।