আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

রোয়াংছড়িতে ২৪ জানুয়ারি সমাবেশকে ঘিরে বিএনপি প্রস্তুতি জরুরী সভা

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ জানুয়ারী ২০২২ ০৬:৪১:০০ অপরাহ্ন | রাজনীতি

আগামী ২৪শে জানুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা বিএনপি উদ‍্যোগে ওয়াগই পাড়ায় বিএনপির সাধারণ সম্পাদক মাওসেতুং তংচংগ্যা বাড়ির প্রাঙ্গনে এক জরুরী প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১১ জানুয়ারি ২০২২) আয়োজিত আলোচনা সভায় রোয়াংছড়ি উপজেলা বিএনপির  সভাপতি মংহাইনু মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির মিসেস মাম্যাচিং মারমা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদে সদস্য লুসাইমং মারমা, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তোষা সম্পাদক, জনাব মাওসেতুং তংচংগ্যা, পৌর যুব দলের সভাপতি আরিফ চৌধুরী,রোয়াংছড়ি  উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক চিত্ত রঞ্জন তঞ্চঙ্গ‍্যা, সাংগঠনিক সম্পাদক গান্ধীলাল তঞ্চঙ্গ‍্যা, উপজেলা ছাত্র দলের সভাপতি উত্তম তঞ্চঙ্গ‍্যা, যুব দলের সভাপতি লুপ্রু মারমাসহ জেলা ও উপজেলা জাতীয়তাবাদী নেতৃবৃন্দ।