আজ শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পের করোনা হাসপাতালে অগ্নিকান্ড

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : রবিবার ২ জানুয়ারী ২০২২ ১০:০৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে একটি করোনা হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে এপিবিএনের পুলিশ ও ফায়ার সার্ভিসের দলসহ ক্যাম্পের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা চালাচ্ছে।

 রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উখিয়া বালুখালী ২০ ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক মোঃ নাইমুল হক।

তিনি বলেন, উখিয়া বালুখালী ক্যাম্পে  জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। এখনো আগুন নেভাতে চেষ্টা চলছে।  তবে কিভাবে অগ্নিকান্ড ঘটেছে সেটি এই মূর্হতে নিশ্চিত হওয়া যায়নি। সেখানে পুলিশ কাজ করছে।

উখিয়া বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা নেতা সুলতান আহমদ বলেন, রবিবার সন্ধ্যায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোহিঙ্গাদের চিৎকার শুনে অন্যান্য ক্যাম্পের বাসিন্দারা এগিয়ে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। আর্মড পুলিশের সহতায় ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। সেসময় ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছিল।