আজ শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ঔষধ জব্দ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ১৯ অগাস্ট ২০২৩ ০৪:১০:০০ অপরাহ্ন | জাতীয়

খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীরকুল এলাকায় ৪৩ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করা হয়েছে।

 

শনিবার (১৯ আগষ্ট) ভোর রাতে রামগড় ৪৩ বিজিবির অধিনস্থ বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. জাহানুর ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী নদীরকুল এলাকা থেকে মালিকবিহীন অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ৫১৫৩ পিস ওষুধ জব্দ করে। যার বাজারমূল্য এক লক্ষ একত্রিশ হাজার নয়শত নব্বই টাকা।

 

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত ঔষধ সীতাকুন্ড কাষ্টমস অফিসে জমা করা হবে বলে বিজিবি জানান।

 

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।