রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বীর মুক্তিযোদ্ধা নিয়ামত আলীকে (৮৫) রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে দাফন করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশ ও ওসি ইকবাল বাহার চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
মৃত নিয়ামত আলী দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও বার্ধক্যজনিত কারনে শুক্রবার (২৮জানুয়ারি) বেলা ১.৪০মিঃ বাঙ্গালহালিয়া শফিপুর এলাকায় নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। বিকাল ৫টার সময় শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার জানাজা সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে ২ ছেলে ও ২মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা হালুয়াঘাট ১১নং সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙ্গামাটি জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু মারমা,জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ইউসুফ সরদার, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা,পুলক বড়ুয়া, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নামাজের জানাজা শেষে তাকে শফিপুর সরকারি কবর স্থানে দাফন করা হয়।