আজ বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় ঘর পেলেন আরও ১৫ গৃহহীন পরিবার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ৯ অগাস্ট ২০২৩ ১১:১১:০০ অপরাহ্ন | জাতীয়

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আরও ১৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিহ ঘর হস্তান্তর করা হয়েছে। উপজেলার সরফভাটা সিঙাপুর ও চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় নির্মিত এই পাকাঘরগুলো বুধবার (৯ আগস্ট) সকালে হস্তান্তর করা হয়। এদিন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রাঙ্গুনিয়াসহ সারাদেশের ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে জমিসহ বাড়ি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

 

অনুষ্ঠানে রাঙ্গুনিয়া প্রান্তে উপজেলা সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম, রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা প্রমুখ।