আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

রাঙ্গুনিয়ার মোগলেরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি সেকান্দর, সম্পাদক পারভেজ

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২২ ডিসেম্বর ২০২১ ০৫:০৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম
বামে সভাপতি মো. সেকান্দর ও ডানে সম্পাদক মো. পারভেজ।

উৎসবমুখর পরিবেশে রাঙ্গুনিয়া উপজেলার মোগলেরহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৫৭ ভোটের মধ্যে ১৫১ ভোট সংগ্রহ হয়। ভোট গণনা শেষে মো. সেকান্দর সভাপতি ও মো. পারভেজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।  নির্বাচিত অন্যান্যরা হলেন সাংগঠনিক সম্পাদক পদে মিন্টু সাহা, অর্থ সম্পাদক পদে সুমন কুমার দে, দপ্তর ও প্রচার প্রকাশনা সম্পাদক পদে মো. শহীদুল ইসলাম নির্বাচিত হয়। সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছে মো. হারুন, সুমন চক্রবর্তী, নুর মোহাম্মদ। এছাড়া সহ সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মো. আবদুল আজিজ। 

 

নির্বাচন আহ্বায়ক কমিটির প্রধান মো. সোলাইমান বলেন, সকাল থেকে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে লাইনে দাড়িয়ে ভোটাররা তাদের ভোট দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার প্রদীপ সাহা জানান, নির্বাচনে মোট ৬ পদের মধ্যে ৫ পদে ভোট গ্রহণ করা হয়েছে। যেখানে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।