আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

রঙিন পোশাকে লাস্যময়ী মালাইকা

নিউজ ডেস্ক : | প্রকাশের সময় : রবিবার ১৯ মার্চ ২০২৩ ১১:২৩:০০ পূর্বাহ্ন | বিনোদন

বলিউডে সবচেয়ে আকর্ষণীয় ডান্সকুইন মালাইকা আরোরা। এছাড়া তিনি একজন সুদক্ষ মডেল ও অভিনেত্রী। ১৯৯৭ সাল থেকে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এ অভিনেত্রীকে।

malaika-arora-20220123133110.jpg

 

বর্তমানে পর্দায় খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় বলিউডের লাস্যময়ী এ অভিনেত্রীকে। একের পর এক ছবি দিয়ে নেটিজেনদের মাঝে ঝড় তুলেন এ অভিনেত্রী।

malaika-20221211085055.jpg

অভিনেত্রীর ইনস্টাগ্রামে চোখ রাখলেই বুঝা যায়, শরীর নিয়ে বরাবরই মালাইকা খুব সচেতন থাকেন।

 

malaiya-cover-202108121750351-20221111075546.jpg

সম্প্রতি কয়েকটি ছবিতে নতুন করে আলোচনায় আসেন মালাইকা। সেখানে দেখা যায়, কালারফুল পোশাকের সঙ্গে হাতভর্তি কালো চুড়ি, শুধু তাই নয় পায়ে পোশাকের সঙ্গে ম্যাচিং করে হাই হিল জুতোও তিনি পরেছেন।

malaika-20230117070346.jpg

সোশ্যাল মিডিয়ায় নিত্য আসা যাওয়া মালাইকার, ১৭.৪ মিলিয়ন মানুষ তাঁকে ইনস্টাগ্রামে অনুসরণ করে থাকেন।

নেটিজেনরা বলছেন, মাল্টি রঙের পোশাকে বেশ মানিয়েছে ডিভাকে, এই ড্রেসে মালাইকা আরও মোহময়ী হয়ে উঠেছেন।