আজ শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে সাধু হত্যা মামলার আসামী কারাগারে

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ১১ জানুয়ারী ২০২৩ ০৬:২৭:০০ অপরাহ্ন | আইন-আদালত

 

বিগত ২০০১ সালে মীরসরাই এ  সুসীল চন্দ্র দাশ প্রঃ সাধু কে অজ্ঞাতনামা আসামীগন পিটাইয়া হত্যা করে। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষ করে মোট ৩৭ জনকে আসামী করিয়া মামলায় চার্জশিট দাখিল করে। ১১ই জানুয়ারি ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন দায়রা মামলা নং ৬৮৭/২০০৫ এ চার্জশিট ভুক্ত ০২ নং আসামী হুমায়ূন কবির দীর্ঘ ১০ বছর ধরে পলাতক থাকার পর আত্নসমার্পন করে জামিনের আবেদন করেন। বিজ্ঞ জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জামিনে জোর বিরোধীতা করলে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব শরীফুর রহমান সন্তুষ্ট হয়ে আসামীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। 

ইতিপূর্বে আসামী বিগত ১৬/০৫/২০০৭ ইং তারিখে গ্রেফতার হয়ে ৩ মাস কারাগারে থেকে ০৮/০৮/২০০৭ ইং জামিন লাভ করে , পরবর্তীতের ১৩/০৫/২০১৩ ইং তারিখ বিজ্ঞ আদালতর জামিন বাতিল হয়।

ইতিমধ্যে সূত্রের মামলায় ২২ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে। মামলার পরবর্তী তারিখ ০৫/০২/২০২৩ ইং।