মিরসরাইয়ে কুরআনের হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পশ্চিম কাটাছরা মদিনাতুল উলুম ফয়েজিয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানার উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
মাদরাসার সুপারেন্টেন্ড মাওলানা জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্লেস দারুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা ইব্রাহিম। হেফজ বিভাগের প্রধান আবদুল্লাহ আল জুবাইদের উপস্থাপনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফ। অনুষ্ঠানে কুরআনে হাফেজ মিনহাজ উদ্দিন ফরহাদ, শাহিনের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।