মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে বারইয়ারহাট খান সিটি সেন্টারে আয়োজিত শ্রমিক সমাবেশ জোরারগঞ্জ থানা শ্রমিক ফেডারেশনের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা খায়রুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এসএম লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী অধ্যাপক ফজলুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ ইউসুফ বিন আবু বকর, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ, চট্টগ্রাম উত্তর জেলা নির্মাণ শ্রমিক সংগঠনের সভাপতি আজিজ আহম্মদ, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমীর নুরুল হুদা হামিদী, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক আব্দুল গফুর, হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নুর নবী, জোরারগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী রেদোয়ানুল হক, জোরারগঞ্জ থানা পেশাজীবি সেক্রেটারী নুরুল আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুল মাল সম্পাদক মাসুদ করিম, হিঙ্গুলী ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেন, করেরহাট ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তফা জিহাদী, জোরারগঞ্জ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাফর উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মনজুরুল আলম সুমন, বায়তুল মাল সম্পাদক মাঈন উদ্দিন রুবেল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের মুক্তির জন্য ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন প্রয়োজন। ইসলামী শ্রমনীতির এই স্বতন্ত্রধারা বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাত ধরে সূচনা ঘটে। শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশে একদল আদর্শ মানুষ তৈরি করা চায়। যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, সত্যের পক্ষে থাকবে আপোষহীন। আমরা আর কোনো চোরদের জন্য এই দেশের ভূমি ছেড়ে দিবো না। আর কোনো চোরদের হাতে এদেশ ছেড়ে দেওয়া হবে না।