আজ বৃহস্পতিবার ৯ মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১

মিরসরাইয়ে শিশু হত্যা মামলার আসামী ১৪ বছর পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : রবিবার ২১ এপ্রিল ২০২৪ ০৬:৩৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাই থানার আলোচিত শিশু ওয়াসিম হত্যা মামলার পলাতক আসামি ইকবাল হোসেন বিপ্লবকে (৪৯) ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৭)। শনিবার (২০ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরের হালিশহর থানার বড়পোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইকবাল হোসেন বিপ্লব ওরফে কাজী ইকবাল হোসেন মিরসরাই উপজেলার মধ্যম মলাদীঘি এলাকার ফজলুল কবির ওরফে হরমুজ মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, ২০১০ সালের নভেম্বর মাসে মধ্যম মলাদীঘি এলাকায় পূর্বপরিকল্পিতভাবে আসামি ইকবাল হোসেন বিপ্লব তার অন্যান্য সহযোগীসহ চার বছরের শিশু ওয়াসমকে গলাটিপে হত্যার পর মরদেহ গুম করে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, আসামি বিপ্লব গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১৪ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।