আজ সোমবার ১৩ মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : সোমবার ২০ ডিসেম্বর ২০২১ ০৯:২৩:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাই উপজেলার বারইয়ারহাট রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় বাবুল হোসেন (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চট্টগ্রামমুখী লাইনে এই দুর্ঘটনা ঘটে। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর বল্লবপুর গ্রামের মৃত জমির উদ্দিন মজুমদারের ছেলে। চাকুরীর কারণে তিনি চট্টগ্রামের হালিশহর এলাকার মইন্যাপাড়া রাস্তার মাথা এলাকায় বাসা ভাড়া করে থাকতো। বাবুল হোসেন চট্টগ্রামে একটি বেসরকারী ব্যাংকের নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। 

স্থানীয় সবুজ জানান, ঘটনার সময় সে রেল লাইনের পূর্ব অংশে দাঁড়িয়ে ছিলেন বাবুল। এসময় ডাউন লাইনে চট্টগ্রাম গামী পাহাড়িকা এক্সপ্রেসের দ্রæতগামী একটি ট্রেনের ধাক্কায় মাথায় রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। 

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাই অংশের দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশের এএসআই জহিরুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা ট্রেনের ধাক্কায় বাবুল হোসেন (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।