শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিরসরাই উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে সনাতনী সম্প্রদায়ের জনগনের সাথে মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলম।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত অবদি উপজেলার মিঠাছড়া মহামায়া মন্দির, মিরসরাই পৌরসভার জগদ্বেশ্বরী কেন্দ্রীয় কালী বাড়ী কমপ্লেক্স, খৈয়াছড়া মন্দির, গোপীনাথপুর মন্দির, উত্তর গোপালপুর শীতলা বাড়ি মন্দির, জোরারগঞ্জ দেওয়ানপুর কালি বাড়ি মন্দির পরিদর্শন করেন।
এসময় জেটেব কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজ হোসেন, চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা, উপজেলার মিঠানালা ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দিন সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেটেব কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলম বলেন, ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় কিংবা সমতলের বাসিন্দা; আমরা সবাই বাংলাদেশী। এখানে কোন সংখ্যলঘু নেই। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা বার্তায় এটি স্পষ্ট বলে দিয়েছেন। আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজার আনন্দ উদযাপন করুন। আমরা আপনাদের সাথে সব সময় থাকবো।’