আজ বুধবার ৩ জুলাই ২০২৪, ১৯শে আষাঢ় ১৪৩১

মিরসরাইয়ে আগুনে ৯টি ব্যবসা-প্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : শুক্রবার ১৫ ডিসেম্বর ২০২৩ ১০:৩০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে নয়টি ব্যবসা-প্রতিষ্ঠান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টা ও ১টার দিকে উপজেলার মিরসরাই সদও ইউনিয়নের মিঠাছরা উত্তর বাজার নজরুল ইসলাম টিপুর মার্কেটে ও উত্তর তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগে সব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে তাদের প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন আনোয়ার হোসেনের মুদি দোকান, রফিকুল ইসলামের ডেকোরেটরের দোকান, খোকনের দু’টি দোকান, সাইফুল ইসলামের লাইটিংয়ের দোকান, ফার্নিচারের গোডাউনসহ নয়টি দোকান। অন্যদিকে রাত ১টায় একই ইউনিয়নের উত্তর তালবাড়িয়া এলাকায় আব্দুল হাইয়ের টিনশেড ঘর পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইফুল বলেন, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে খোকনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুনের লেলিহান শিখায় মুহূর্তে আটটি দোকানের সব মালামাল পুড়ে মাটিতে মিশে গেছে। আমরা একেবারে পথে বসে গেছি। কিভাবে মাথা তুলে দাঁড়াবো বুঝতেছি না।

মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, মিঠাছরা বাজারে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। এতে বাজারের অনেক দোকান রক্ষা পেয়েছে। অন্যথায় আরো বেশি ক্ষয়ক্ষতি হতে পারতো। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন বলেও জানান তিনি।