মিরসরাইয়ে অবৈধভাবে পাচারের সময় ১০৪ ঘনফুট গোলকাঠ জব্দ করেছে বিজিবি ও চট্টগ্রাম উত্তর বনবিভাগ। বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা বিট অফিসের সামনে চেক পোস্টে যৌথ অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়।
করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো: তারিকুর রহমান বলেন, জব্দ হওয়া কাঠের মধ্যে রয়েছে সেগুন- ৫৯.৩৫ ঘনফুট, গামারী- ২১.১৬ ঘনফুট, আকাশমনি- ২৩.৭৫ গোলকাঠ। জব্দকৃত কাঠগুলো করেরহাট ইউনিয়নের কয়লা বিট অফিসে হেফাজতে রয়েছে। রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) কয়লারমুখ চেকপোষ্ট সদস্যদের সহযোগীতায় যৌথ অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাচারের গোলকাঠগুলো জব্দ করা হয়।
চট্টগ্রাম উত্তর বনবিভাগ সহকারি বন সংরক্ষক হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ চেক পোস্ট বসিয়ে বিজিবি ও বন বিভাগের কর্মকর্তারা যৌথ অভিযান পরিচালনা করে ১০৪ ঘনফুট গোলকাঠ জব্দ করেছে। জব্দকৃত কাঠ উদ্ধারের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।