আজ রবিবার ১ ডিসেম্বর ২০২৪, ১৭ই অগ্রহায়ণ ১৪৩১

মার্কেটের শৃঙ্খলা ফেরাতে সহযোগিতা চান শহর মুল্লুক রাশেদ

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : শনিবার ৯ মার্চ ২০২৪ ০৫:৫৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ার কেরানিহাট নিউমার্কেট ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি শহর মুল্লুক রাশেদ সভাপতির বক্তব্যে বলেন মার্কেট’র শৃঙ্খলা ফেরাতে সকল সদস্যদের কাছে সহযোগিতা চেয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০ ঘটিকায় সমিতির কার্যালয়ে নিউমার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে আসন্ন মাহে রমজান কে সামনে রেখে আয়োজিত সাধারণ সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন ক্রেতা সাধারনের সুবিধার্থে নিচ ও উপরে দোকানের দো পাশে মাল রাখায় মার্কেট প্রতিটি গলি সংকুচিত হয়েছে যাহা দৃশ্যমান। পাশাপাশি বি-বøক, সি-বøকে কোন ভ্রাম্যমান দোকান বসতে দেওয়া হবে না । সমিতির বেশ কিছু দিন থেকে সমিতির কর্মকর্তা যথাযথভাবে দায়িত্ব পালন ও উপস্থিত না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। সম্মিলিত প্রচেষ্টায় মার্কেটের শৃঙ্খলা ফিরে আসতে পারে বলে মন্তব্য করেন অর্থ সম্পাদক মোঃ সোহেল তিনি বার্ষিক আয় ব্যয় রিপোর্ট পেশ করেন নুরুল ইসলাম সবুজের চঞ্চালনায় সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নিজামুদ্দিন, সাবেক সভাপতি মোঃ আজম, মালিক মোঃ নেজাম  সমিতির নেতা ডাঃ ইমরান পারভেজ,  মোহাম্মদ কামাল, নজরুল মেম্বার, আবু সালেহ, মোহাম্মদ আলী, মোঃ ওসমান, মোরশেদ, জাহেদসহ অন্যান্য সদস্যরা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন অর্থ সম্পাদক মোঃ সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম ইমন, পরিচালক মামুন, আহমদ নবী, সভায় মুল আলোচ্য বিষয় ছিল মার্কেটের দিনের বেলায় অতিরিক্ত দুইজন দারোয়ান আলোকসজ্জা মার্কেটের সামনে মোটরসাইকেল পার্কিং ব্যবস্থা মার্কেটে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, মার্কেটে নিচতলা বি-বøক, সি-বøক সহ গলি পরিষ্কার ও সীমানা নির্ধারণ বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়। সভা শেষে উপস্থিতি সকল সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন’র মাধ্যমে সভাপতি শহর মুল্লুক রাশেদ আলোচনা সমাপ্ত ঘোষণা করেন।