মানবিক টিম কুতুবদিয়ার পক্ষ থেকে করোনা কালীন সময়ে বিশেষ অবদান রাখায় কুতুবদিয়ার দু'জনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
২১ ডিসেম্বর(মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে করোনা কালীন সময়ে অনলাইন শিক্ষায় বিশেষ অবদান রাখায় ফ্লাঃ লেঃ কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শমসের নেওয়াজ মুক্তা ও করোনা কালীন সময়ে ঝুঁকি নিয়ে করোনার নমুনা সংগ্রহ করার বিশেষ অবদান রাখায় কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান সৈয়দ কামরুল হাসানকে "মানবিক টিম কুতুবদিয়া" পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
সম্মাননা স্বারক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী। এসময় কুতুবদিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমদ,মানবিক টিম কুতুবদিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী বলেন, সৈয়দ কামরুল হাসান ও শমসের নেওয়াজ মুক্তাকে সম্মাননা স্বারক দেওয়ার জন্য মনোনীত করায় মানবিক টিম কুতুবদিয়াকে ধন্যবাদ জানান।