আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

মহেশখালীতে শিব চতুর্দশী পূজা উপলক্ষে ১০ দিন ব্যাপী শ্রী শ্রী আদিনাথ মেলা শুরু! লাখো পূজারী ও দর্শনার্থীর সমাগম

সরওয়ার কামাল, মহেশখালী : | প্রকাশের সময় : শনিবার ৯ মার্চ ২০২৪ ০৬:৩৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

মহেশখালীতে শিব চতুর্দশী পূজা উপলক্ষে ১০ দিন ব্যাপী ঐতিহাসিক শ্রী শ্রী আদিনাথ মেলা শুরু হয়েছে । প্রতি বছরের ন্যায় এ বছরে  ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে দেবাদিদেব শিবের আশির্বাদ লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা শিবের পূজা ও দর্শন দিয়ে থাকেন। সনাতন ধর্মাবলম্বী লাখো নারী-পুরুষ পূণ্য লাভের আশায়  দুধ এবং ডাবের পানি দিয়ে দেবাদিদেব মহাদেব শিবকে স্নান করান।  কক্সবাজার-মহেশখালী নৌপথ দিয়ে এবং বদরখালী-মহেশখালী সড়ক পথ দিয়ে লাখো সনাতন ধর্মাবলম্বী পূজারী ও দর্শনার্থী মহেশখালী শ্রী শ্রী আদিনাথ মন্দির এসেছেন। জুমাবার এবং শনিবার হওয়ায় তাছাড়া সরকারি বন্ধ থাকায় অন্যান্য বছরের চাইতে এ বছর লোকজন বেশি বলে অনেকে জানিয়েছেন। পূজাকে ঘিরে আদিনাথ মন্দির পাদদেশে বসেছে ৪ শতাধিক রকমারি দোকান-পাট। কক্সবাজার জেলা প্রশাসন থেকে ১০ দিন ব্যাপী মেলার অনুমোদন দিয়েছেন বলে জানান মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর প্রনব কুমার দে। 

এ মেলা সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন করতে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন,  মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য ও মেলা উদযাপন কমিটির প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও মেলা উদযাপন কমিটির সভাপতি মীকি মারমা, মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী। উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা জানান, শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন করতে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী জানান, মহেশখালীর ঐতিহাসিক শ্রী শ্রী আদিনাথ মেলা শান্তি শৃংখলার মধ্যে দিয়ে সম্পন্ন করতে মহেশখালী থানা পুলিশ সার্বক্ষনিক মাঠে থাকবেন। সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করবেন।  এছাড়াও শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা সিসি ক্যামরায় নিয়ন্ত্রিত করা হবে বলে জানিয়েছেন মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর প্রনব কুমার দে। শ্রী শ্রী আদিনাথ মন্দিরের একাউন্টেন্ট  লক্ষ্মী চরণ জানান, শিব চতুর্দশী পূজা সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান ও শ্রীলংকা থেকে অনেক পূজারী ও দর্শনার্থী এসেছেন। মেলা উদযাপন কমিটি পক্ষ থেকে তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থাও নেওয়া হয়েছে।