আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

মহেশখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সনদ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠিত

সরওয়ার কামাল, মহেশখালী : | প্রকাশের সময় : সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ০৪:১৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 'মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয়' থেকে প্রদত্ত মহেশখালীর বীর মুক্তিযুদ্ধাদের সনদ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১১ই ডিসেম্বর সকাল ১০টায় মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিখী মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন-মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল। মুক্তিযোদ্ধা সনদ ও স্মার্ট কার্ড প্রাপ্তরা হলেনঃ- বীর মুক্তিযোদ্ধা এম আজিজুর রহমান, বীর মুক্তিযুদ্ধা চেয়ারম্যান মির কাশিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, বীর মুক্তিযুদ্ধা ডাঃ মোঃ ফিরোজ খাঁন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা ফুরকান আহমদ, বীর মুক্তিযোদ্ধা নাজির আহমদ, বীর মুক্তিযোদ্ধা আক্তার কামাল, বীর মুক্তিযোদ্ধা মৌঃ ওসমান গণি, বীর মুক্তিযোদ্ধা মরহুম ফয়জুল করিম ও বীর মুক্তিযোদ্ধা আক্য মং প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা সহ নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।