আজ রবিবার ১ ডিসেম্বর ২০২৪, ১৭ই অগ্রহায়ণ ১৪৩১

মহেশখালীতে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সরওয়ার কামাল, মহেশখালী : | প্রকাশের সময় : রবিবার ১০ মার্চ ২০২৪ ১০:২২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

মহেশখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ই মার্চ সকাল ১০টায় মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজবিদ হোসাইনের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহমেদ, কুতুবজোম ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রসিদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের শারমিন আক্তার বিউটি, পৌরসভার মহিলা কাউন্সিলর প্রীতি কণা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রিপন উদ্দিন রিপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফ  মোঃ আব্দুল করিম। এছাড়াও সিপিপি মহেশখালী উপজেলার সকল ইউনিটের সভাপতি সহ সকল সদস্যগন উপস্থিত ছিলেন।