আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

মহেশখালী থানার পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

সরওয়ার কামাল, মহেশখালী : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০২৪ ০৯:০৪:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

মহেশখালী থানার পুলিশের বিশেষ অভিযানে মাদক ও প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত ৩ আসামী'কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মহেশখালী থানা সূত্রে জানাযায়, মহেশখালী থানার (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের  নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী (পিপিএম)এসআই ফরাজুল ইসলাম,এএসআই লিংকন,সঙ্গীয় ফোর্সসহ ৬ই নভেম্বর বিকালে কক্সবাজার সদর থানাধীন কলাতলী  এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসটি-১৩৭৮/১৯ এবং এসটি-১৬০/১৫ (প্রতারণা মামলার ২টি সাজা পরোয়ানা মূলে)৪ মাসের সাজাপ্রাপ্ত আসামী মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার 

মৌলানা আবুল কাশেমের পুত্র  কপিল উদ্দিন মাসুম কে গ্রেপ্তার করেন।

পরবর্তীতে ঐঅভিযানিক টিম ৬ নভেম্বর গভীর রাতে বড় মহেশখালী এবং থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এই সময় জিআর-২৭৫/২০(মাদক)মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মহেশখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনাপাড়া এলাকার  বহু অপকর্মের হুতা মাদক ব্যবসায়ী মৃত্যু গোলাম বারীর পুত্র জাহেদুল ইসলাম প্রকাশ ফজল হক এবং একই এলাকার  জিআর-২৭৫/২০ (মাদক)মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মৃত আবদুল আজিজুল হকের পুত্র আমান উল্লাহ'কে গ্রেপ্তার করেন।

মহেশখালী থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ কাইছার হামিদের নেতৃত্বে এস আই  ফরাজুল ইসলাম,এস আই মহসীন চৌধুরী  (পিপিএম),এস আই মুজিবুর রহমান,এসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সের নিয়মিত অভিযানে একেকজন ,দাগী সন্ত্রাসী সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করায় অনেক চিহ্নিত অপরাধীরা গা'ঢাকা দিয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের

বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।