মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে হাটহাজারী সাংবাদিক সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের সভাপতি বাবলু দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় জাতির বীর সন্তাদের আত্মত্যাগের কথা উল্লেখ করে মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন যথাক্রমে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ (দৈনিক সাঙ্গু), সাংগঠনিক সম্পাদক মো. বোরহান উদ্দিন ( দৈনিক যায়যায় দিন), অর্থ সম্পাদক উজ্জ্বল নাথ (দৈনিক প্রতিদিনের সংবাদ), দপ্তর সম্পাদক মো. আবু শাহেদ ( দৈনিক মানবজমিন), সাংস্কৃতিক সম্পাদক মো. কুতুব উদ্দিন ( দৈনিক ভোরের দর্পণ), সদস্য মো. আবুল মনছুর ( দৈনিক অধিকার), মো. জাহেদুল আলম জাহেদ ( দৈনিক শাহ আমানত), মো. আসাদুজ্জামান শাকিল ( দৈনিক সরেজমিন বার্তা), মো. গিয়াস উদ্দিন ( এশিয়ান টিভি) প্রমূখ।