আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রাত ১২টা পেরোলেই গভীর সাগর যাত্রাই ৫০ হাজার জেলে ও মাঝিমাল্লা

Author Thedaily Shangu | প্রকাশের সময় : রবিবার ২৩ জুলাই ২০২৩ ০৭:০৩:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

আজ রোববার ২৩ জুলাই মধ্য রাত থেকে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। পটুয়াখালীতে ইতিমধ্যে ট্রলার ধোয়ামোছাসহ জাল, রসদসামগ্রী নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলেরা।

রাত ১২টা পেরোলেই নিজ নিজ এলাকা থেকে ইলিশ শিকারে একযোগে গভীর সাগরে যাত্রা করবে অন্তত ২ হাজার মাছ ধরা ট্রলার নিয়ে ৫০ হাজার জেলে ও মাঝিমাল্লা।

ইলিশসহ সামুদ্রিক মাছের স্বাভাবিক প্রজনন ও সংরক্ষণে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। এর আগে এবছর তেমন ইলিশ ধরা না পড়ায় অনেকটা হতাশ পটুয়াখালীর জেলেরা।

তবে এবার দীর্ঘ নিষেধাজ্ঞার ফলে জেলেদের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ। দেনা কাটিয়ে প্রানচাঞ্চল্য ফিরে আসবে জেলে পরিবার, কুয়াকাটা, রাঙ্গাবালী, চরমোন্তাজ, আলীপুর ও মহিপুরের মৎস্য আড়ৎগুলোতে-এমন প্রত্যাশা জেলে, আড়তদার ও মৎস্য সংশ্লিষ্টদের।