আজ বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

মদিনা উবাই বিন কাব মাদ্রাসার মেধা তালিকায় প্রথন চাঁদপুরের শিশু আবদুল্লাহ

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- | প্রকাশের সময় : শনিবার ২৪ সেপ্টেম্বর ২০২২ ০৮:১৮:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

সৌদি আরবের পবিত্র মদিনা মনোয়ারার পাশ্বে উবাই বিন কাব (রাঃ) মাদ্রাসার বার্ষিক পরীক্ষা ও মাদ্রাসার ওল্ড ব্যাচে মেধা তালিকা প্রথম স্থান অর্জন করেন চাঁদপুরের শিশু আবদুল্লাহ।

 

জানা যায়, মেধাবী ছাত্র আবদুল্লাহ উবাই বিন কাব (রাঃ) মাদ্রাসার ৩৫০ অধিক ছাত্রদের মধ্যে একমাত্র ছাত্র বাংলাদেশি। বাকি ছাত্ররাই সৌদি নাগরিক। সেখান সর্ব্বোচ নম্বর পেয়ে প্রথম হন।

এ মাদ্রাসার বার্ষিক মেধার স্বাক্ষর রেখে প্রায় ৩৫০ সৌদি ছাত্রের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে চাঁদপুরের আব্দুল্লাহ। রেকর্ড মার্ক অর্জন করায় তাকে দেয়া হয়েছে প্রাতিষ্ঠানিক সনদ ও সংবর্ধনা। মেধা তালিাকায় প্রথম স্থান অধিকারী আব্দুল্লাহর প্রাপ্ত গড় নম্বর ছিল ৯৬.৭০

 

পিতা মাতার সাথে সৌদি আরবের মদিনায় অবস্থানকারী আব্দুল্লাহ মদিনার উবাই বিন কাব (রাঃ) মাদ্রাসায় পবিত্র কোরআন হেফজ সহ ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছে। সে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কীর্তণখোলা গ্রামের জসিম উদ্দিনের সন্তান।