আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ভুয়া চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ৫ ফেব্রুয়ারী ২০২২ ০৯:৪৭:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

নগরের বন্দর থানার কলসী দিঘির উত্তরপাড় এলাকায় অভিযান চালিয়ে  রুপন শীল (৫২) নামে এক ভুয়া চিকিৎসকে আটক করেছে র‌্যাব-৭।  

শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

রুপন শীল পটিয়া থানার হাবিলাছ দ্বীপ এলাকার মৃত ধনঞ্জয় শীলের ছেলে।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, কলসী দিঘির উত্তরপাড় এলাকায় ‘রীমা মেডিকেল হল’ নামে একটি দোকানে চেম্বার খুলে নিরীহ চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে। শুক্রবার রাত সোয়া দশটার দিকে অভিযান চালিয়ে রুপন শীলকে আটক করা হয়। রুপন নিজেকে ভুয়া চিকিৎসক বলে স্বীকার করেন।  

তিনি বলেন, ফার্মেসী এবং চেম্বার তল্লাশি করা হয়। এসময় বিভিন্ন ভুয়া চিকিৎসা সরঞ্জামাদি জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



সবচেয়ে জনপ্রিয়