ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলায় সরকারী চাউল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান মুন্জুর রাশেদকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৩জুলাই) সকালে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদৌলা এ আদেশ দেন। আসামী মুন্জুর রাশেদ ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, গত ঈদুল ফিতর উপলক্ষ্যে গরিব অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে চাউল বিতরণের জন্য সরকারী বরাদ্দকৃত সমুদয় চাউল বিতরণ না করে গোডাউনে মজুদ রাখেন ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ। এবং অসৎ উদ্দেশ্যে ভিজিএফ’র চাউল ইউনিয়ন পরিষদের গোডাউনে মজুদ রাখার কারনে সিলগালা করে দেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুস্মিতা সাহা। ইউপি চেয়ারম্যান মুন্জুর রাশেদ বিষয়টি নিয়ে সদুত্তর দিতে না পারায় হরিনাকুন্ডু থানায় মামলা দায়ের করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান। মামলার পর চেয়ারম্যান মুন্জুর রাশেদ চলতি বছরের ৯ মে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। সেই সাথে উচ্চ আদালত ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার আদেশ দেন। আদালতের আদেশ অমান্য করে ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে জামিন নানিয়ে আজ সোমবার জামিনের জন্য আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে কারগারে পাঠানোর নির্দেশ দেন।