আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

ভাষা হারিয়ে ওরা শারীরিকভাবে চলন অক্ষম হলেও এবার ওরা ফিরে পেয়েছে বিকল্প শারীরিক ভাষা

মো. আলী আকবর : | প্রকাশের সময় : মঙ্গলবার ২২ ফেব্রুয়ারী ২০২২ ০৪:৪২:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ব্যবস্হাপনায় আয়োজিত বিনা মূল্যে হুইল চেয়ার বিতরণ ২১শে ফেব্রুয়ারীর সোমবার  সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এই মহতী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।এতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নাছির উদ্দিন ও  চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তাগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।সাউথ ওয়েস্ট মুসলিম এসোসিয়েশন ও নাম প্রকাশে অনিচ্ছুক এক মায়ের সহযোগিতায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অসহায় প্রতিবন্ধী ও চলন অক্ষমগণের জন্য  বিনামূল্যে এই হুইল চেয়ার গুলো  বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নাছির উদ্দিন বলেন,  উপহার পেয়ে গ্রহীতাগণের মুখে ফুটেছে দারুণ হাসির ঝিলিক।এই হাসির দাম আমাদের কাছে অমূল্য। এটাই আমাদের প্রাপ্তি। এটাই আমাদের আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের আনন্দ।