ভারতের উত্তরাখণ্ডে বাস উল্টে গিয়ে ২৫ তীর্থযাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। রোববার (৫ জুন) উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনাত্রীর দিকে যাচ্ছিল বাসটি। এতে অন্তত ২৮ জন তীর্থযাত্রী ছিলেন। বাসটি উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘাটে উল্টে যায়।
খবর পেয়ে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এসব তথ্য জানিয়ে ডিজিপি অশোক কুমার বলেন, আশঙ্কাজনক অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় জানারও চেষ্টা চলছে।
ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এক টুইট বার্তায় মোদি বলেন, যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।