আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

ভাতিজার আসনে চাচাসহ ৪ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ২৭ নভেম্বর ২০২৩ ০৮:০৪:০০ অপরাহ্ন | রাজনীতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৮৯টির দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। এতে দলটির একাদশ সংসদে থাকা চারজন সদস্যের আসনের মনোনয়নে পরিবর্তন এসেছে।

 

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় দলীয় চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

 

যেসব আসনে পরিবর্তন এসেছে -

 

লালমনিরহাট-৩ আসনে এবার জাহিদ হাসানকে মনোনয়ন দিয়েছেন জাতীয় পার্টি। আসনটিতে বর্তমানে সংসদ সদস্য হিসেবে রয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ ছাড়া রংপুর-১ আসনে এইচ এম শাহরিয়ার আসিফকে মনোনয়ন দেওয়া হয়েছে। আসনটিতে বর্তমানে সংসদ সদস্য হিসেবে রয়েছেন রওশনপন্থী মো. মসিউর রহমান রাঙ্গা।

 

পাশাপাশি রংপুর-৩ আসনে প্রয়াত এরশাদপুত্র রাহগির আলমাহি এরশাদের (সাদ এরশাদ) পরিবর্তে এবার তার চাচা গোলাম মোহাম্মদ কাদের মনোনয়ন পেয়েছেন। এ ছাড়া পিরোজপুর-৩ আসনে এবার মো. রুস্তম আলী ফরাজীর পরিবর্তে মো. মাশরেকুল আজম রবি মনোনয়ন পেয়েছেন।

 

এদিন জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৯টির দলীয় প্রার্থী ঘোষণা করে জাতীয় পার্টি। বাকি ১১টি আসনের মনোনয়ন পরে ঘোষণা করা হবে বলে জানান দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সম্মানে ময়মনসিংহ-৪ আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি বলে জানানো হয়।

 

জানা গেছে, এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যারা নিজস্ব এলাকায় জনপ্রিয়, সাধারণ মানুষের সঙ্গে সংযোগ আছে, সর্বোপরি দলের প্রতি একনিষ্ঠ, তাদের বিষয়টি সর্বাগ্রে প্রাধান্য দেওয়া হয়েছে।

 

এর আগে, গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে জাতীয় পার্টি। দুই দফায় পাঁচ দিনব্যাপী মনোনয়ন ফরম বিতরণ শেষ হয় ২৪ নভেম্বর। এবার দলটির মনোনয়ন ফরম নেন ১ হাজার ৭৫২ জন। এরমধ্যে ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি, ২২ নভেম্বর ৩৩১টি, ২৩ নভেম্বর ২২৭টি এবং ২৪ নভেম্বর ১৫টি ফরম কিনেছেন মনোনয়নপ্রত্যাশীরা। এরপর ২৬ নভেম্বর মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

 

এবার দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ তিনটি মনোনয়নপত্র চেয়েছেন বলে জানিয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। অন্যদিকে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আর প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি এরশাদ (সাদ এরশাদ) রোববার পর্যন্ত মনোনয়নপত্র নেননি।