আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

বড়াহাতিয়া মেম্বার পদে লড়ছেন আপন দুই ভাই!

জাহেদুল ইসলাম, লোহাগাড়া: | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ ডিসেম্বর ২০২১ ০৮:১২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে সদস্য পদে লড়ছেন আপন দুই ভাই।তারা হলেন- বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মিহির সরকার ও পরপর দুইবারের নির্বাচিত সদস্য সুনীল সরকার। তারা লোহাগাড়ার বড়হাতিয়া সেনেরহহাট ঐতিহ্যবাহি সরকার পরিবারের মৃত গোপাল সরকার- এর ছেলে।

 

সুনীল সরকার লড়ছেন মোরগ প্রতীকে ও মিহির সরকার লড়ছেন আপেল প্রতীকে। নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে দুই ভাই প্রচার-প্রচারণায় নেমে পড়েন। নির্দিষ্ট সময়ে মনোনয়ন সংগ্রহ করলেও ঘরোয়া বৈঠকে কোন সুরহা হয়নি। সরে দাঁড়ায়নি কেউ। 

 

এদিকে, দুই আপন ভাই নিজেদের যোগ্য দাবী করে এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এক ভাই আরেক ভাউকে পরাজিত করতে মরিয়া হয়ে উঠেছে। অপরদিকে অন্য প্রার্থীরাও নিজেদের যোগ্য বলে প্রচারণায় ব্যস্ত। সাধারণ ভোটাররা একই পরিবারে দুই প্রার্থীকে প্রতিদ্বন্দ্বি হিসেবে দেখে নেগেটিভ ধারণা করছেন।

 

সাধাররণ ভোটররা সুনীল সরকারকে আগের মতো নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে আশা করছেন।

 

সুনীল সরকার বলছেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষিন্বিত হয়ে মিহির সরকার প্রতিপক্ষের এজেন্ডা বাস্তবায়ন করছেন। একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিল। সেইবার দায়িত্ব গ্রহণের ৩ মাস পর বেশ কয়েকটি মামলার আসামী হয়ে দেশে ছেড়ে পালিয়ে যায়। আমার জনপ্রিয়তা দেখে আমার প্রতিপক্ষের ইশারায় আমার ভাই প্রার্থী হয়েছেন। নির্বাচনেও শতভাগ আমিই জয়ী হব দৃঢ় বিশ্বাস।

 

মিহির সরকার বলছেন, আমারও জনপ্রিয়তা ও এলাকাবাসীর সম্মতিক্রমে  মেম্বার পদে প্রার্থী হয়েছি। দেখা যাক কে হারে কে জিতে।

 

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর লোহাগাড়ার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।