আজ সোমবার ২০ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

ব্যাগে মিলল সাড়ে ১১ কোটি টাকার মাদক

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ১২ নভেম্বর ২০২২ ১০:২০:০০ পূর্বাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজার টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড (২বিজিবি) ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে ২ কেজি ১১২ গ্রাম আইস ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। যার বাজার মূল্য প্রায় ১১ কোটি ৪৬ লাখ টাকা।

 

শুক্রবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। 

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত পৌনে ৭টার দিকে হ্নীলা ইউপির লেদা বিওপির দিক থেকে একজন ব্যক্তি নাফ নদীর কিনার দিয়ে হেঁটে আসছিলেন। তার হাতে একটি প্লাস্টিকের ব্যাগ ছিল। এ সময় টহলরত বিজিবির সদস্যদের দেখে ব্যাগটি ফেলে নাফ নদী সাঁতরিয়ে পালিয়ে যায়। পরে ওই ব্যাগটি তল্লাশি করে ২ কেজি ১১২ গ্রাম আইস ও ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। 

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ও আইস ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা ধ্বংস করা হবে।