আজ শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১
লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন

প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা

জাহেদুল ইসলাম, লোহাগাড়া : | প্রকাশের সময় : সোমবার ২০ মে ২০২৪ ০৭:৪৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম
লোহাগাড়ায় ঘোড়া প্রতীকে প্রচারণা ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী।

আগামী ৫ জুন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের দিনই দুপুর থেকে প্রতীক পেয়ে প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণায়  নেমে পড়েন প্রার্থীরা।

গতকাল ২০ মে লোহাগাড়া উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্ণিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খাঁন। 

প্রতীক বরাদ্দের প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে- বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ আবদুল মাবুদ (মোটরসাইকেল), লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী (আনারস) ও চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী (ঘোড়া) প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে- এম.এস মামুন (চশমা) মো. ফরহাদুল ইসলাম (টিউবওয়েল) ও মো. জমিল উদ্দিন (তালা) প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে- শাহিন আকতার সানা (ফুটবল) ও কলাউজান ইউপির সাবেক মহিলা মেম্বার জেসমিন আকতার (কলসী) প্রতীক পেয়েছেন।

উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৬২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ১০৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪ হাজার ৫১৮ জন।