আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

ব্যর্থ রোনালদো, হোঁচট খেল আল নাসর

নিউজ ডেস্ক : | প্রকাশের সময় : সোমবার ১০ এপ্রিল ২০২৩ ০৯:০৯:০০ পূর্বাহ্ন | খেলাধুলা

নতুন এক ধারা শুরু করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো! যেন তিনি মাঠে নামছিলেনই জোড়া গোলের লক্ষ্যে। টানা তৃতীয় ম্যাচে জোড়া গোল করে বিরল এক হ্যাটট্রিক করেছিলেন সর্বশেষ ম্যাচেই। প্রথম দু’বার পর্তুগালের জার্সিতে এবং এরপর সর্বশেষ আল-নাসরের হয়ে দুই গোল করেন সিআরসেভেন। 

রোববার (০৯ এপ্রিল) আল ফায়হার মাঠে রোনালদোর জোড়া গোলের ধারা কাটা পড়ল। গোলই পাননি পর্তুগিজ তারকা। তার ক্লাব আল নাসরও গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগ করে ফিরেছে। 

অবশ্য ম্যাচের প্রথমার্ধেই রোনালদোর গোলে এগিয়ে যেতে পারতো আল নাসর। ফাঁকা জায়গায় বল পেয়েছিলেন। সামনে ছিলেন কেবল আল ফায়হার গোলরক্ষক। তবে ঠিকমতো শট নিতে ব্যর্থ হন পর্তুগিজ তারকা। বিরতির পরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন। তবে লক্ষ্যভেদ করতে পারেননি একবারো। 

ম্যাচের ৭১তম মিনিটে বক্সের বেশ বাইরে থেকে রোনালদোর দুরপাল্লার ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ঠ হয়। এরপর আরো একবার আশা জাগিয়েও হতাশ করেন রোনালদো। 

ড্র করে ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে প্রো লিগ টেবিলের দুইয়ে আল নাসর। অন্যদিকে, ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল ইতিহাদ।