আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

বোয়ালখালীতে ৮০ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

বোয়ালখালী প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ নভেম্বর ২০২৩ ১০:০০:০০ অপরাহ্ন | রাজনীতি

বোয়ালখালীতে ১৫ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত নামীয় ৮০জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ও বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার উপজেলার শাকপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নাছির উদ্দিন বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পশ্চিম শাকপুরা মিলিটারি ব্রিজের ৫০০ গজ অদূরে আরাকান সড়কের পাকা রাস্তার উপর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তথা বিবাদীরা সরকার পতনের উদ্দেশ্যে ঘোষিত অবরোধ কর্মসূচির নামে ককটেল বিস্ফোরণ ও গাড়ীর টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বাধাগ্রস্থ ও চলমান গাড়ি ভাঙচুর করে। এর প্রতিবাদ জানালে মামলার বাদীকে হামলা চালিয়ে আহত করেন বিবাদীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।    

এদিকে নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি এবং আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইসহাক চৌধুরী। তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে তল্লাশি চালাচ্ছে তা নজিরবিহীন। নেতাকর্মীদের আটক করে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে হয়রানি করছে।’

এ পর্যন্ত পটিয়া ও বোয়ালখালী থানা পুলিশ উপজেলা বিএনপির সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে দাবি করে তিনি বলেন, ‘অসুস্থ থেকে প্রবাসী পর্যন্ত মিথ্যা মামলা থেকে রেহাই পাচ্ছেন না।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, ‘বোয়ালখালীতে বিএনপির নেতাকর্মীদের ধরতে অভিযান চালানো হচ্ছে এমনটা নয়। এটা আমাদের নিয়মিত টহল। যাদের বিরুদ্ধে মামলা আছে, ওয়ারেন্ট আছে শুধু তাদেরকেই ধরা হচ্ছে। অকারণে কাউকে হয়রানি করা হচ্ছে না।’